ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় আসছে নতুন আইন

২০২৫ মার্চ ১২ ১০:৫৬:৩৭
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় আসছে নতুন আইন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অবস্থা দীর্ঘদিন ধরে সংকটজনক হয়ে উঠেছে। অনেক প্রতিষ্ঠান নিয়মিত লোকসান দিচ্ছে, যার কারণে সরকার বারবার চাপের মুখে পড়ছে। এসব প্রতিষ্ঠানের আর্থিক স্থিতিশীলতা সৃষ্টির জন্য সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এই আইনের লক্ষ্য হলো, যেসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছে, সেগুলোর ভবিষ্যৎ নিশ্চিত করা এবং প্রয়োজনে সেগুলো বন্ধ, একীভূত কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই আইনের আওতায় অর্থ বিভাগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে কার্যকারিতা পরীক্ষা করতে পারবে এবং দুর্বল বা লোকসান দেয়া প্রতিষ্ঠানগুলোকে বন্ধ, একীভূতকরণ বা বেসরকারীকরণ করার সিদ্ধান্ত নিতে পারবে।

আইনটির খসড়া অনুযায়ী, প্রতিটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য, ব্যবস্থাপনা পরিকল্পনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তথ্য প্রকাশে ব্যর্থ হলে সরকার ব্যবস্থা নিতে পারবে।

এছাড়া, আইনে বলা হয়েছে যে, সরকার চাইলে যে কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিরপেক্ষ পরিচালক নিয়োগ করতে পারবে। এতে করে এসব প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এই আইনের প্রবর্তন করা হলে, তা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, তেল-গ্যাস কোম্পানি, আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারের সব প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে কিছু প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ ব্যাংক, সেগুলো এ আইনের আওতাধীন হবে না।

বিশ্ববিদ্যালয়, টেলিযোগাযোগ, কৃষি এবং নির্মাণ খাতের বেশ কিছু প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লোকসানে চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই আইন বাস্তবায়িত হয়, তবে দীর্ঘমেয়াদী ফলস্বরূপ সরকারের আর্থিক সংকট কমবে এবং এসব প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধি পাবে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে