ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

ছাত্ররাজনীতি নিষিদ্ধ, জড়ালেই আজীবন বহিষ্কার

২০২৫ মার্চ ১১ ১১:২৩:২২
ছাত্ররাজনীতি নিষিদ্ধ, জড়ালেই আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ছাত্ররাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যারা রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে জড়িত হবে, তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে আজীবন বহিষ্কার করা হবে এবং ছাত্রত্ব বাতিল করা হবে।

সোমবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিন্ডিকেটের ৯৩তম ও ৯৮তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী, কুয়েটের শিক্ষার্থীদের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়া নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, একাডেমিক অর্ডিনেন্স রুলস অ্যান্ড রেগুলেশন্সের ২০ নম্বর ধারা অনুযায়ী, কোনো শিক্ষার্থী বা গোষ্ঠী রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হতে পারবে না। এবং যদি তদন্তে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার।

এ সিদ্ধান্তের পর কুয়েটের অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য ইতিবাচক হতে পারে এবং শিক্ষার পরিবেশ উন্নত করবে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে