ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পালিত হচ্ছে না জাতীয় বিমা দিবস, নেপথ্যে যে কারণ

২০২৫ ফেব্রুয়ারি ২২ ০৬:৪৬:১৮
পালিত হচ্ছে না জাতীয় বিমা দিবস, নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক: দেশের বিমা খাতে প্রতিবছর মার্চ সরকারিভাবে পালিত হয় ‘জাতীয় বিমা দিবস’। কিন্তু এবার পালিত হচ্ছে না।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ বছর বিমা দিবস উদযাপন হবে না। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বিমা কোম্পানির মালিকরা কোনো তথ্য জানাতে পারেননি।

তবে বিষয়টি সম্পর্কে কেউই সঠিকভাবে ব্যাখ্যা করতে রাজি হননি। আইডিআরএ এবং বিমা কোম্পানির মালিকরা কেউ এ বিষয়ে খোলাসা করে কথা বলতে চাননি।

তবে একটি সূত্র জানিয়েছে, ১ মার্চ জাতীয় বিমা দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যুক্ত। যিনি ১৯৬০ সালে ওই তারিখে আলফা ইন্স্যুরেন্সে যোগ দেন। এর পর ২০২০ সালে আওয়ামী লীগ সরকার ১ মার্চকে জাতীয় বিমা দিবস হিসেবে ঘোষণা করে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবার দিবসটি পালন করা হবে না।

এছাড়াও, দেশের বিমা খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পরও এখাতে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। ২০১১ সালে আইডিআরএ গঠিত হলেও অনেক বড় পরিবর্তন আসেনি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় ৫০টি বিমা কোম্পানি অনুমোদন দেওয়ায় এখাতে অসুস্থ প্রতিযোগিতা চলছে। বর্তমানে দেশে ৮২টি বিমা কোম্পানি রয়েছে। যার মধ্যে ৩১টি কোম্পানি নির্ধারিত সময়ে দাবি পূরণ করতে পারছে না। ফলে গ্রাহকরা বিপদে পড়ছেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে