ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১০:৫৭:১৩
২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জন প্রার্থীকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ সিদ্ধান্তের ফলে দীর্ঘ ১৭ বছর পর তারা চাকরি পাচ্ছেন।

আজ, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি), প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় প্রদান করেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ওই আপিলকারীদের চাকরি ফেরত চেয়ে শুনানি শেষে এই সিদ্ধান্ত আসে।

গত বছরের ৭ নভেম্বর, ২৭তম বিসিএসের নিয়োগবঞ্চিতদের পক্ষে করা আপিল শুনানির সময়, আদালত রায় পুনর্বিবেচনার জন্য পৃথক আবেদন মঞ্জুর করেছিল। এর ফলে, ১ হাজার ১৩৭ জনের পক্ষে ১৪০ জন পৃথক আবেদন করেন, যারা দীর্ঘ ১৬ বছর ধরে আইনি লড়াই চালিয়ে আসছিলেন।

২০০৩ সালে শুরু হওয়া এই বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের পর বিষয়টি নিয়ে ব্যাপক আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। হাইকোর্টের রায়ে মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করা হয়, যা পরে আপিল বিভাগেও বহাল রাখা হয়। এখন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে এই প্রার্থীদের চাকরি ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হল।

এদিকে, এই রায়ে ১ হাজার ১৩৭ জন প্রার্থী দীর্ঘ সময় পর আবারো তাদের চাকরি ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন, যা তাদের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে