ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শেয়ারবাজার টেনে নামাল তিন কোম্পানির শেয়ার

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৬:২৫:৪২
শেয়ারবাজার টেনে নামাল তিন কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। দিনভর ইতিবাচক প্রবনতা বজায় রেখে যথারীতি লেনদেনও হয়।

কিন্তু শেষ বেলায় বড় মূলধনী তিন কোম্পানির চাপে ইতিবাচক বাজার নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়। যার ফলে রেড জোনে অবস্থান করেই বাজারের লেনদেন শেষ হয়।

যে তিন কোম্পানির চাপে এদিন সূচকের পতন হয়েছে, সেগুলো হলো- ওয়ালটন হাইটেক, বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পতন হয়েছে প্রায় ৩ পয়েন্ট। আর বড় মূলধনী এ তিন কোম্পানির শেয়ার নেতিবাচক থাকার কারণে ডিএসইর সূচক কমেছে প্রায় সোয়া ৩ পয়েন্ট।

কোম্পানিগুলোর মধ্যে এদিন ওয়ালটন হাইটেকের শেয়ার দাম কমেছে ৩ টাকা ২০ পয়সা। এতে ডিএসইর সূচক কমেছে ১.১২ পয়েন্ট।

একইভাবে, আজ বৃটিশ অ্যামেরিকান টোব্যাকোর দাম কমেছে ২ টাকা এবং ন্যাশনাল ব্যাংকের দাম কমেছে ১০ পয়সা। এতে ডিএসইর সূচক কমেছে যথাক্রমে ১.০৬ পয়েন্ট এবং ১.০১ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে