ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

ডিসি সম্মেলনে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৫:৪২:০০
ডিসি সম্মেলনে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম ডিসি সম্মেলনে কঠোর নির্দেশনা দিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে। গত রোববার সকালে শাপলা হলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

ড. ইউনূস তার বক্তব্যে উল্লেখ করেন যে, ছয় মাস আগে সরকার গঠন হওয়ার পর সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন প্রক্রিয়া না থাকায় কিছু ভুলভ্রান্তি হয়েছিল। কিন্তু এখন তাদের উদ্দেশ্য হচ্ছে এসব ভুল সংশোধন করে পুরোপুরি কার্যকরভাবে কাজ করা।

তিনি বলেন, "এখন আমরা প্রস্তুত আছি, আমাদের উদ্দেশ্য জনগণের জন্য কাজ করা, কিন্তু যেন কেউ বিনা কারণে হয়রানির শিকার না হয়। প্রশাসনের সকল স্তরে এই দূরত্ব দূর করতে হবে এবং জনগণ যেন আরও স্বাচ্ছন্দ্যে সরকারি সেবা পায়।"

পাসপোর্ট ইস্যু করার বিষয়ে ড. ইউনূস বলেন, এটি নাগরিকদের মৌলিক অধিকার, তাই পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক হওয়া উচিত নয়। তিনি বলেন, "আমার জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ পেতে কোনো পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয়নি, তাই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রেও সেই একই নীতি হওয়া উচিত।"

এ সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব অধিবেশন অনুষ্ঠিত হবে, এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিবেরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য দিক-নির্দেশনা দেবেন।

ড. ইউনূস আরও বলেন, প্রশাসনের কর্মচারীদের দায়িত্বশীলতা ও জনগণের প্রতি আন্তরিকতার মাধ্যমে সরকারী কাজে দ্রুততার সঙ্গে সেবা প্রদান করতে হবে।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে