ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

কমিশনারসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ০৬:৫৭:৪৭
কমিশনারসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনারসহ তিনজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা হলেন—সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম, রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন এবং ডিএমপির বাড্ডা জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা।

ডিবি সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বুধবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহতের ঘটনায় তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় মামলা রয়েছে।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির এসপি তানভীর সালেহীন ইমনকেও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা থেকে ডিবির একটি টিম তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক সারোয়ার জাহান তার গ্রেপ্তার বিষয়ে নিশ্চিত করেছেন, তবে কেন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

জানা গেছে, ২০১০ সালে ২৮ তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করা তানভীর সালেহীন ২০২২ সালে পুলিশের এসপি পদে উন্নীত হন। সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাজশাহীর সারদায় তাঁকে নিয়োগ দেওয়া হয়।

এছাড়া, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার প্রতিবাদে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজন কুমার সাহাকেও গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম তাঁর গ্রেপ্তার নিশ্চিত করেছেন। আগামী দিনে তাঁকে আইনি কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালে হাজির করা হবে।

তবে কোথা থেকে এবং কখন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে