ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

আ.লীগ নিষিদ্ধের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৬:৩৪:১২
আ.লীগ নিষিদ্ধের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন। তিনি জানান, এই বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমি-তে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এই অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৫তম জাতীয় সমাবেশ উদযাপন উপলক্ষে তিনি উপস্থিত ছিলেন। যখন তাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্ট করে বলেন, "এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।"

এছাড়া, আনসারদের দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যৌক্তিক দাবিগুলো তারা বিবেচনা করবেন, তবে অযৌক্তিক দাবিগুলো তারা বিবেচনায় আনবেন না।

অনুষ্ঠানে, জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেন যে, বাহিনীর সদস্যরা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন করতে অত্যন্ত পেশাদারিত্বের সাথে কাজ করেছে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে