ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

রাতে বের হতে ভয় পান রুমিন ফারহানা, জানালেন কারণ

২০২৫ ফেব্রুয়ারি ১০ ২৩:০৮:২৯
রাতে বের হতে ভয় পান রুমিন ফারহানা, জানালেন কারণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি এক টকশোতে মন্তব্য করেছেন, গত ১৫ বছর নিরাপত্তাহীনতায় না ভুগলেও বর্তমানে পরিস্থিতি ভিন্ন হয়ে গেছে।

তিনি 'অপারেশন ডেভিল হান্ট' প্রসঙ্গে বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতাদের গাফিলতি এবং অদক্ষতার কারণে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

রুমিন ফারহানা আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের নষ্ট হওয়ার জন্য সরকারের কর্মকর্তাগণ দায়ী এবং তারা পূর্বের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে। তবে এতে কোনো বাস্তব পরিবর্তন আসছে না।"

তিনি গাজীপুরের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে প্রশ্ন তোলেন, গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা কারা ঘটালো, কারা মদদ দিলো, কারা সেটাকে উসকে দিলো এবং কেন মাঠে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা ঘটতে পারে সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বের করার কথা।

তিনি বলেন, ৩২ নম্বরে দুইদিন ধরে একটি বাড়ি ভাঙা হলো, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, আগুন দেওয়া হলো এবং খুব উৎসবমুখর পরিবেশে ঘটনাটি ঘটল। তারপর দেখলাম সরকার নিন্দা জানাচ্ছে।

তিনি বলেন, সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটাকে সমর্থন করছি। কারণ জার্মানিতে নাৎসিতে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে, তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি। একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখবো না।

তিনি আরও বলেন, সরকার যদি স্পষ্টভাবে জানিয়ে দিত যে, তারা এসব বিষয় সমর্থন করছে, তাহলে জনগণের মধ্যে কিছুটা আশার আলো দেখা যেত। কিন্তু সরকার একদিনের মধ্যে নিন্দা জানানো ছাড়া আর কিছুই করছে না।

তিনি বলেন, “জনগণের বিরুদ্ধে এ ধরনের খেলার মাধ্যমে সরকার তাদের নিরাপত্তা এবং স্থিতিশীলতা হারাচ্ছে।”

রুমিন ফারহানা বলেন, বর্তমানে সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা দ্রুত একটি নির্বাচন চান। তাদের প্রশ্ন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে?’"

তিনি বলেন, সরকার যদি জনগণের জন্য ন্যূনতম আরাম এনে দিতে পারতো, তাহলে মানুষ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতো। কিন্তু এখন রাত হয়ে গেলে মানুষ বের হতে ভয় পায়।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে