ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

ম্যাটস শিক্ষার্থীদের দাবির পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৮:৫২:২৩
ম্যাটস শিক্ষার্থীদের দাবির পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের শূন্যপদ নিয়োগ সম্পর্কিত দাবির বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর সদস্যদের সঙ্গে এক আলোচনাসভায় এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

এরপর সোমবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ম্যাটস শিক্ষার্থীরা কয়েকটি দাবিতে আন্দোলন করে আসছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির সমাধানকল্পে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকদের মধ্যে ওই মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

শূন্যপদ পূরণ সম্পর্কিত দাবির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঐক্য পরিষদকে জানানো হয়, ইতোমধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ক দৃশ্যমান অগ্রগতি হবে।

এছাড়া, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদটি দশম গ্রেডে উন্নীতকরণের দাবি করে আসছেন শিক্ষার্থীরা। তাদের এই দাবির বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে বলে জানানো হয় আলোচনায়। বর্তমানে বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে।

অন্য দাবিগুলোর বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, সেগুলো পূরণ করা সময়সাপেক্ষ, তবে এসব নিয়েও আলোচনা হয়েছে সভায়।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে