ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

ভারতের হস্তক্ষেপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আসিফ মাহমুদ

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৮:২৮:০৭
ভারতের হস্তক্ষেপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন যে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন।

তিনি বলেন, সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা চলমান ছিল এবং স্থানীয় সরকার নির্বাচনও সেই আলোচনায় আসে। তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তীতে সব পক্ষের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।

এছাড়া, তিনি ভারতের হস্তক্ষেপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, "বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত অতিরিক্ত হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল, তবে এখন তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং তারা নানা রকম মিথ্যাচার করছে।" তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না।

এছাড়া, তিনি পিরোজপুর জেলার ১৭টি প্রকল্পে প্রায় সাড়ে ১৬শ কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, "এ ধরনের দুর্নীতির সাথে সরকারের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় কিছু সংসদ সদস্য এবং জনপ্রতিনিধিরাও জড়িত।" এসব প্রকল্পে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের তদন্ত চলছে এবং যারা এতে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা আরও জানান যে, ঢাকা শহরের সব খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করার কাজ দ্রুত গতিতে চলছে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে