ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

বিবিসি বাংলা নিয়ে মন্তব্য: ক্ষমা চেয়ে ব্যাখ্যা করলেন প্রেস সচিব

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৮:৫৬:২৮
বিবিসি বাংলা নিয়ে মন্তব্য: ক্ষমা চেয়ে ব্যাখ্যা করলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : প্রেস সচিব শফিকুল আলম বিবিসি বাংলাকে নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি ফেসবুক পোস্টে বলেন, “বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার মন্তব্য সংশোধন করতে চাই এবং আমি এর জন্য ক্ষমাপ্রার্থী।”

শফিকুল আলম জানিয়েছেন, তিনি বিবিসি বাংলাকে নিয়ে মন্তব্য করার সময় একটি নির্দিষ্ট বিষয় মাথায় রেখেছিলেন। তিনি উল্লেখ করেছেন যে, বিবিসি বাংলা বারবার শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছে। এছাড়া, তিনি বলেছিলেন, "নিষেধাজ্ঞা সত্ত্বেও, বিবিসি বাংলা তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশ করেছে, আর এখন তারেক রহমান যদি বিবিসিকে সাক্ষাৎকার দেন, তা তার ব্যক্তিগত বিষয়।"

আগের মন্তব্যে তিনি বিবিসি বাংলাকে "ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে কাজ করা" বলে উল্লেখ করেছিলেন। এ জন্য তিনি ক্ষমা চান এবং তা সংশোধন করেন।

শফিকুল আলম আরও বলেন, “বিবিসি বাংলা সত্য ঘটনার প্রচারে সর্বোচ্চ চেষ্টা করছে এবং তাদের রিপোর্টে কিছু ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার অভাব থাকতে পারে, তবে বাংলাদেশে সাংবাদিকদের উচিত সঠিক ও স্বচ্ছ খবর প্রচার করা।”

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “শেখ হাসিনার সরকার এবং তার আমলে যে ধ্বংসস্তূপ রেখে গেছেন, সে বিষয়েও বিবিসি বাংলা সতর্কতার সঙ্গে প্রতিবেদন প্রকাশ করছে।”

এদিকে, ৫ ফেব্রুয়ারি, নিজের ফেসবুক পেজে শফিকুল আলম বিবিসি বাংলাকে নিয়ে মন্তব্য করেছিলেন, “বিবিসি বাংলা মনে হচ্ছে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে।” তবে কিছু সময় পরেই ওই পোস্টটি মুছে ফেলেন তিনি।

সাকিব

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে