ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

হাসনাত আবদুল্লাহ জানালেন ৩২ নম্বরের বাড়ির ভবিষ্যত

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৮:৩৪:১৯
হাসনাত আবদুল্লাহ জানালেন ৩২ নম্বরের বাড়ির ভবিষ্যত

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার ফেসবুক লাইভে আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী শক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি মন্তব্য করেন, "আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিবাদী শক্তি। তাদের ভিত্তি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত এবং তাদের প্রচারণাও মিথ্যা।"

এ সময় তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “এদের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই, এখনও হুমকি-ধমকি অব্যাহত রয়েছে।”

হাসনাত আবদুল্লাহ ৩২ নম্বরের বাড়ির বিষয়েও মন্তব্য করেছেন। তিনি বলেন, “৫ আগস্টেই ৩২ নম্বরের বাড়ি ধূলিসাৎ করা উচিত ছিল, যা পরে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে।” তিনি আরো বলেন, “পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে ফ্যাসিবাদ নির্মূল করা হয়নি এবং তার প্রতীকগুলো রেখে দেওয়া হয়েছে।”

এছাড়া হাসনাত স্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে কথা বলেন, এবং বাংলাদেশের জনগণের শক্তি নিয়ে সচিবালয় এবং আমলা-সচিবদের উদ্দেশে সতর্কবার্তা দেন। তিনি বলেন, “আপনারা যদি সচিবালয়ে বসে, ধানমন্ডির সঙ্গে ভারতের সুসম্পর্ক রাখতে চান, তবে আপনাদেরও একদিন অপ্রাসঙ্গিক হয়ে যেতে হবে।”

তিনি আরো বলেন, “এ সময় শিক্ষা গ্রহণ করুন ধানমন্ডি ৩২ এবং গণভবনের পরিণতি থেকে।”

সাকিব

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে