ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

কমিশনের কাছে সংস্কার প্রস্তাব হস্তান্তর করলো বিএনপি

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১১:২০:২৩
কমিশনের কাছে সংস্কার প্রস্তাব হস্তান্তর করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি দলের স্বাস্থ্য খাত সংস্কারের জন্য প্রস্তাব জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কাছে। বৃহস্পতিবার, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কমিশনের কার্যালয়ে গিয়ে প্রস্তাবগুলো জমা দেন। এর আগে, তাঁরা কমিশনের সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, স্বাস্থ্য খাতে সংস্কারের কাজ একটি চলমান প্রক্রিয়া এবং একমাত্র একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারই এই কাজ বাস্তবায়ন করতে পারবে। তিনি আরও বলেন, তারা প্রস্তাব জমা দেওয়ার সময় কমিশনকে জানিয়েছে যে, শুধু বিএনপি নয়, বরং স্বাস্থ্য খাতে কাজ করা সব অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রস্তাবগুলো রাখা হবে এবং পরবর্তী গণতান্ত্রিক সরকার এই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে।

প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সহসম্পাদক ডা. রফিক আল কবির লাবু, স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ডা. নজরুল ইসলাম এবং নার্সিংবিষয়ক সম্পাদক জাহানারা খাতুন।

এমএইচআর

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে