ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

সাবেক সেনাপ্রধানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১০:৫৮:১০
সাবেক সেনাপ্রধানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এই হামলা হয়, যেখানে শতাধিক কিশোর, তরুণ এবং যুবক লাঠিসোঁটা নিয়ে সাবেক সেনাপ্রধানের ছোট ভাই, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাবেদ ইউ আহমেদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট করার পর ড্রয়িংরুমের সোফায় আগুন ধরিয়ে দেয়। একই সময়ে হামলাকারীরা পাশের সাবেক পৌর মেয়র ফয়সলের বাড়িতেও হামলা চালায়।

হামলার সময় উভয় বাড়িতে কেউ ছিল না, তবে হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন হেলমেট ও মাস্ক পরিধান করেছিলেন। হামলার বিষয়টি স্থানীয় পুলিশের কাছে পৌঁছালে, বেগমগঞ্জ থানার ওসি জানান যে হামলাকারীরা কিছু মালামাল লুট করে নিয়ে যায় এবং কিছু ক্ষতি সাধন করে।

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, এই হামলা-ভাঙচুর বা অগ্নিসংযোগের সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। তাদের দাবি, চৌমুহনীর ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত হয়েছে, এবং ছাত্রদের এতে কোনো সম্পৃক্ততা নেই।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনো ঘটনার মূল কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এমএইচআর

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে