ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

নামফলক ভাঙতে গিয়ে সমন্বয়কের মৃত্যুর গুজব , জানুন সত্যতা

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৭:০৮:২৮
নামফলক ভাঙতে গিয়ে সমন্বয়কের মৃত্যুর গুজব , জানুন সত্যতা

নিজস্ব প্রতিবেদক : গত ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হলগুলোর নামফলক ভাঙার ঘটনা ঘটে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল) নামফলক ভাঙার সময় এক শিক্ষার্থী আহত হওয়ার খবর ভাইরাল হয়েছে। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবী করা হয়েছে যে, আহত শিক্ষার্থীসহ একজন সমন্বয়ক মারা গেছেন।

এই দাবির সঠিকতা যাচাই করতে, ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান "রিউমর স্ক্যানার" অনুসন্ধান চালায়। তারা এই দাবি মিথ্যা বলে প্রকাশ করে। প্রকৃতপক্ষে, ওই শিক্ষার্থী গুরুতর আহত হলেও তিনি মৃত্যুবরণ করেননি। আহত শিক্ষার্থীর নাম শাহজালাল আহমেদ জনি, তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী। আহত হওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, নামফলক ভাঙার সময় শিক্ষার্থী পড়ে যান, তবে তার মৃত্যুর কোনো আলামত পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এ সময় কোনো সমন্বয়ক কমিটি গঠন করা হয়নি এবং শিক্ষার্থী এখন সুস্থ আছেন।

এই ঘটনাটি সামাজিক মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করেছে, তবে ফ্যাক্ট চেকের মাধ্যমে জানা গেছে যে, ভাঙচুরের সময় ওই শিক্ষার্থী আহত হয়েছেন, তবে তার মৃত্যু হয়নি।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে