ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

হেডম থাকলে দেশে আসেন, গোলাম রাব্বানীর উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ

২০২৫ জানুয়ারি ৩০ ০৭:৩৬:১৭
হেডম থাকলে দেশে আসেন, গোলাম রাব্বানীর উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের চাঁদাবাজি ও দুর্নীতির জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে হাসনাত তার ফেসবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার দাবি করেন। সেই পোস্টে গোলাম রাব্বানী মন্তব্য করেন, হাসনাতদের বিচারের প্রতি জরুরি।

হাসনাত আব্দুল্লাহ গোলাম রাব্বানীর সেই মন্তব্যের জবাবে তার পোস্টে উল্লেখ করেন, রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সিরিয়ায় বিপ্লবের পর মাত্র তিন দিনে আসাদ সরকারের ৩৫ জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তবে বিরোধী আন্দোলনের পরেও হাসিনা সরকারের এক নেতার বিচার হয়নি।

তিনি আরও যোগ করেন, গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থান সফল না হলে, আওয়ামী লীগ বিন্দুমাত্র পরোয়া না করে গুম ও খুনে লিপ্ত হতো। তাই আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের নেতাকর্মীদের বিচার করতে হবে।

হাসনাত আব্দুল্লাহ মুহূর্তেই গোলাম রাব্বানীকে দেশে আসার জন্য আহ্বান জানিয়ে বলেন, দেশে এসে বিচার করেন। হেডম থাকলে আসেন।

রাত সোয়া ১২টার দিকে গোলাম রাব্বানীর কমেন্টে ৫ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। এছাড়া হাসনাত আব্দুল্লাহর জবাবের নিচে ৪ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে এবং হাসনাত ও রাব্বানীর কমেন্টের নিচে তাদের অনুসারীরা ২ হাজারের বেশি কমেন্ট করেন।

আর হাসনাত আব্দুল্লাহর মূল পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ৬৩ হাজারের বেশি। কমেন্টে পড়েছে ১০ হাজারের বেশি এবং হাসনাত আব্দুল্লাহর পোস্টটি শেয়ার হয়েছে সাড়ে ৩ হাজারেরও বেশি।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে