ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

পতনের চাপ কমলেও স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা

২০২৫ জানুয়ারি ২৭ ১৫:০৭:৫২
পতনের চাপ কমলেও স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : টানা চার কর্মদিবস যাবত দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতায় লেনদেন হচ্ছে। চার কর্মদিবস আগে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৫ হাজার ২০২ পয়েন্ট। আজ দাঁড়িয়েছে ৫ হাজার ১৩০ পয়েন্টে।

এতে দেখা যায়, চার কর্মদিবসের সূচক কমেছে ৭২ পয়েন্ট। এরমধ্যে আগেরদিন রোববার কমেছে সোয়া ৩৪ পয়েন্ট। আজ সোমবার কমেছে প্রায় আড়াই পয়েন্ট।

আলোচ্য চার কর্মদিবসের মধ্যে আজ পতনের চাপ কম দেখা গেলেও স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা। গত দুই বছরের বেশি সময় যাবত টানা পতনের চাপে এমনিতেই তারা দিশেহারা। যে কারণে এখন সামান্য পতনের ভারও সহ্য করার ক্ষমতা যেন তাদের নেই।

আজ (২৭ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩০ পয়েন্টে। আগেরদিন সূচব কমেছিল সোয়া ৩৪ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩৪৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪১৮ কোটি ৪৬ লাখ টাকার। সে হিসাবে লেনদেন বেড়েছে ২৫ কোটি ৫৮ লাখ টাকার বা ৮ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪০টির বা ৩৫.০৮ শতাংশের, কমেছে ১৭৮টির বা ৪৪.৬১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮১টি বা ২০.৩০ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৩২ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন ১২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫টির, কমেছে ১০৪টির এবং পরিবর্তন হয়নি ২০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৬০ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমেছিল।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে