ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

২৪ সাবেক এমপির শুল্কমুক্ত গাড়ি নিলামে

২০২৫ জানুয়ারি ২৪ ১০:২৭:০৩
২৪ সাবেক এমপির শুল্কমুক্ত গাড়ি নিলামে

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ সংসদের সাবেক কয়েকজন সদস্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়িগুলো গ্রহণ করেননি, ফলে এসব গাড়ি নিলামে তোলা হচ্ছে। চট্টগ্রাম কাস্টমস ২৪টি গাড়ি নিলামে তুলবে, যা সাড়ে ৭ কোটি টাকারও বেশি শুল্ক-কর পরিশোধ করা গাড়ি। গত পাঁচ মাসে মাত্র একজন সাবেক এমপি শুল্ক পরিশোধ করে গাড়িটি খালাস করেছেন। গাড়ির মোট মূল্য প্রায় ২৩ কোটি টাকা, যা এখন আর ফেরত পাবেন না। কাস্টমসের আশা, নিলাম থেকে ১৭৫ কোটি টাকা রাজস্ব আদায় হবে।

এছাড়া, ১৯৮৮ সালের শুল্কমুক্ত সুবিধা অনুযায়ী সংসদ সদস্যরা একটি গাড়ি আমদানি করতে পারেন, যার জন্য তারা শুল্ক-কর থেকে মুক্ত ছিলেন। তবে এই সুবিধার অপব্যবহার অনেকটাই বেশি হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠছে।

এ গাড়িগুলোর মধ্যে সবচেয়ে দামি গাড়িটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাদিকের, যার দাম ১ কোটি ৬ লাখ টাকা এবং শুল্ক প্রায় ৮ কোটি ৭৮ লাখ টাকা। সবচেয়ে কম দামি গাড়ি ময়মনসিংহের সাবেক এমপি আনিসুজ্জামান আমদানি করেছেন, যার মূল্য ৬৮ লাখ টাকা।

এখন, এই গাড়িগুলো নিলামে তোলার পর সরকার যা পাবে তা তাদের কোষাগারে জমা হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে