ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

২০ টাকায় বিক্রি হচ্ছে 'মেয়েদের মন'

২০২৫ জানুয়ারি ২৩ ১৫:৩১:৩২
২০ টাকায় বিক্রি হচ্ছে 'মেয়েদের মন'

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে সম্প্রতি একটি বিশেষ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের হাতে বানানো ২১৩ ধরনের পিঠা নিয়ে অংশগ্রহণ করেছেন। ২৩টি স্টলে পিঠাগুলোর পসরা সাজিয়ে বসেছেন কলেজের শিক্ষার্থীরা, এবং মেলায় আসা দর্শনার্থীরা পিঠাগুলোর স্বাদ নিতে ভিড় করছেন।

এ উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে বেশ কয়েকটি স্টলে কিছু ব্যতিক্রমী নামকরণ করা পিঠা বিক্রি হচ্ছে, যা জনমনে আগ্রহ সৃষ্টি করেছে। যেমন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাঙালিয়ানা স্টলে পাওয়া যাচ্ছে একটি পিঠা যার নাম রাখা হয়েছে ‘মেয়েদের মন ২০ টাকা’। এ নামটি দর্শনার্থীদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে এবং তারা উৎসুকভাবে এই পিঠা খেতে স্টলে ভিড় জমাচ্ছেন। এছাড়াও, কলেজ শাখা বিএনসিসি প্লাটুনের স্টলে ‘হৃদয় হরণ ও ব্যাকআপ’ পিঠা বিক্রি হচ্ছে, যা নিয়ে উপস্থিত মানুষজনের আগ্রহ একই রকম।

এই পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম. মুশতাকুর রহমান। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া। মেলায় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ও অন্য সংশ্লিষ্ট ব্যক্তিরাও। মেলায় প্রতিটি পিঠা শিক্ষার্থীদের হাতে বানানো হয়েছে, এবং এতে তাদের অভিভাবকরা সহায়তা করেছেন।

এছাড়াও, পিঠা উৎসবে একাধিক ধরনের পিঠার পাশাপাশি বিভিন্ন পিঠার নামও ছিল অদ্ভুত এবং মজাদার। যেমন, পাটিসাপটা, ভাপা পিঠা, নকশি পিঠা, মাংস পুলি, নারকেল পুলি, দুধ পুলি, মিষ্টি পিঠাসহ অনেক ধরণের পিঠা ছিল মেলায়। অংশগ্রহণকারীরা পিঠাগুলি একে একে খেয়েও দেখছেন এবং উৎসবের আনন্দ উপভোগ করছেন।

এই উৎসবটি কিশোরগঞ্জের সাংস্কৃতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে এবং কলেজের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে