ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডিসেম্বর-জানুয়ারিতে জাতীয় নির্বাচন: নির্বাচন কমিশনার

২০২৫ জানুয়ারি ২৩ ১৬:৫০:৪২
ডিসেম্বর-জানুয়ারিতে জাতীয় নির্বাচন: নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ পটুয়াখালীতে এক মতবিনিময় সভায় জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, নির্বাচন কমিশন বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কাজ করছে এবং নির্বাচনের জন্য সম্পূর্ণ মনোযোগ দেয়া হয়েছে। ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে, যা জনগণের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে।

তিনি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কর্মরত রয়েছেন এবং তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল তথ্যের কারণে নাগরিকদের সেবা নিতে সমস্যা হচ্ছে, যা সংশোধন করার প্রয়োজনীয়তা রয়েছে।

এ সময় কমিশনার বলেন, নির্বাচনের সুষ্ঠুতা ও স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশন কোন প্রকার বাহ্যিক প্রভাবের শিকার হতে দিবে না এবং তারা একান্তভাবে প্রভাবমুক্ত, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কাজ করছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে