ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

পরীক্ষা না দিয়েও পাস করলেন ছাত্রলীগ নেত্রী

২০২৫ জানুয়ারি ২৩ ১৪:২১:০৭
পরীক্ষা না দিয়েও পাস করলেন ছাত্রলীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী, যিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী, একটি মিডটার্ম পরীক্ষা না দিয়েও পাস করেছেন। বিষয়টি সামনে আসার পর সমালোচনার ঝড় উঠেছে এবং অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে পাস করিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তানজিউল ইসলাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া এবং অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক। কমিটিকে দ্রুত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঐশী, যিনি বর্তমানে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ হত্যার পর থেকে পলাতক রয়েছেন। পরীক্ষায় অংশ না নিয়েও পাসের ফলাফল পাওয়ার পর তার সহপাঠীরা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যদিও অধ্যাপক ড. রুহুল আমীন দাবি করেছেন যে, তিনি ঐশীকে আগেই পরীক্ষা গ্রহণ করেছেন এবং তার পরীক্ষার বিষয়ে আর কোনও তথ্য তিনি জানেন না।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে