ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

আগুনে পুড়ল মমতাজের ১১ ঘর: এক কোটি টাকার ক্ষতি

২০২৫ জানুয়ারি ২৩ ১৮:৩১:১৩
আগুনে পুড়ল মমতাজের ১১ ঘর: এক কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামে বুধবার রাতের অগ্নিকাণ্ডে মমতাজ আলীর ১১ ছেলের ১১টি ঘর পুড়ে গেছে। এই ঘটনায় মোট এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টায় সবাই ঘুমিয়ে পড়েন এবং রাত দেড়টায় আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়লে সবাই বের হয়ে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, ঘরবাড়ি, নগদ টাকা, ফ্রিজ এবং ধানসহ অনেক কিছুই পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে ১১ ভাই রয়েছেন: জালাল উদ্দীন, শহিদুল ইসলাম, মোশারফ হোসেন, মহিদুল ইসলাম, আ. ছালাম, বেলাল হোসেন, আলমগীর, সিরাজুল, ইউসুফ, এনামুল, আ. হান্নান। তাদের মধ্যে একজনের ক্ষতি আংশিক হলেও বাকিদের সবকিছুই পুড়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার এবং শীতবস্ত্র দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে