ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশ ইস্যুতে আলোচনা, বিস্তারিত জানাতে অস্বীকৃতি জয়শঙ্করের

২০২৫ জানুয়ারি ২৩ ১৫:৩৬:২৩
বাংলাদেশ ইস্যুতে আলোচনা, বিস্তারিত জানাতে অস্বীকৃতি জয়শঙ্করের

নিজস্ব প্রতিবেদক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, যেখানে বাংলাদেশ সম্পর্কিত আলোচনা হয়েছে। তবে, জয়শঙ্কর এই আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

২০ জানুয়ারি, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ওয়াশিংটনে পৌঁছান জয়শঙ্কর। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ইস্যু ছাড়াও যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এবং আঞ্চলিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। জয়শঙ্কর নিজে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বৈঠকটি সম্পর্কে মন্তব্য করেন, যেখানে তিনি রুবিওকে ভারত-মার্কিন সম্পর্কের দৃঢ় প্রবক্তা হিসেবে উল্লেখ করেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মত বিনিময় করার কথা জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বৈঠকের পরে ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্পর্কিত আলোচনা হয়েছে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলার ইচ্ছা প্রকাশ করেননি।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে