ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

ব্যাংক সুবিধাসহ কারখানা খুলে দেওয়ার দাবি বেক্সিমকো সংশ্লিষ্টদের

২০২৫ জানুয়ারি ২৩ ১৫:১৩:৩২
ব্যাংক সুবিধাসহ কারখানা খুলে দেওয়ার দাবি বেক্সিমকো সংশ্লিষ্টদের

নিজস্ব প্রতিবেদক: বেক্সিমকোর শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তারা ব্যাংকিং সুবিধাসহ কারখানা খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামে অনুষ্ঠিত সম্মেলনে বেক্সিমকোর পোশাক কারখানা ও টেক্সটাইল বিভাগের প্রধান সৈয়দ মো. ইনাম উল্লাহ লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে তিনটি মূল দাবি উত্থাপন করা হয়:১. অবিলম্বে লে-অফ প্রত্যাহার করে বেক্সিমকোর গার্মেন্টস ডিভিশনের সবার কারখানা পুনরায় খোলার ব্যবস্থা করা।২. রপ্তানি বাণিজ্য শুরু ও বিদেশিদের কার্যাদেশ প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ব্যাংকিং ব্যবস্থা এবং ব্যাক টু ব্যাক এলসি খোলার অনুমতি দেওয়া।৩. কারখানা ও ব্যবসা চালু রেখে বকেয়া বেতনসহ কোম্পানির সব দায়-দেনা দ্রুত পরিশোধের ব্যবস্থা নেওয়া।

বেক্সিমকো শিল্প পার্কের সব কোম্পানি বিক্রি করলে সাড়ে ১৫ হাজার কোটি টাকা পাওয়া যাবে, কিন্তু লে-অফের মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধে ২২ হাজার কোটি টাকা প্রয়োজন। এই তথ্যটি কোম্পানির অভ্যন্তরীণ নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন হেড অব এডমিনিস্ট্রেশন মোঃ কাইউম।

তিনি বলেন, "মালিকরা ঋণ কিভাবে নিয়েছেন সে বিষয়ে আমাদের ধারণা নেই। এলসি খোলার অনুমতি দেওয়ার মাধ্যমে কারখানা চলতে দেওয়া হোক। যে এক্সপোর্ট হবে, তার থেকে খরচ ও শ্রমিকদের বেতন পরিশোধ করা যেতে পারে।"

এদিকে, শ্রমিকদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বেক্সিমকো শিল্প পার্কের কর্মকর্তারা। পরিকল্পনা বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, "কর্মকর্তারা শ্রমিকদের কাছে পরিচিত নন। তারা আমাদের নির্দেশ অনুযায়ী কাজ করেন। তবে বর্তমানে সমস্যার সম্মুখীন হওয়ার কারণে শ্রমিকরা আমাদের খুঁজছে, কিন্তু আমাদের কোনো জবাব পারছি না। পালিয়ে বেড়াতে হচ্ছে।”

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে