ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

আশা থেকে হতাশায় শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

২০২৫ জানুয়ারি ২৩ ১৫:১৩:১০
আশা থেকে হতাশায় শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: আগের সপ্তাহের (১২ জানুয়ারি-১৬ জানুয়ারি) সব কর্মদিবসেই শেয়ারবাজারে পতন দেখা গেছে। ওই সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৬১ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ১৩৩ পয়েন্টে।

চলতি সপ্তাহের শুরুতে পতন প্রবণতা কাটিয়ে ইতিবাচক প্রবণতায় ফিরে উভয় শেয়ারবাজার। এরপর টানা তিনদিন ইতিবাচক প্রবণতায় দেখা যায় বাজার। তবে চতুর্থ কর্মদিবস বুধবার বড় পতনে টার্ন নেয় ডিএসই।

সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার দিনের শুরুতে ভালো ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়। সোয়া এক ঘন্টা ইতিবাচক অবস্থায় লেনদেনও চলে। তারপর শুরু হয় পতনের ডামাডোল। দিনের অবশিষ্ট সময় ওঠা-নামার পর শেষবেলায় বিনিয়োগকারীদের হতাশায় রেখে সপ্তাহের লেনদেন শেষ হয়।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ৪.১৮ পয়েন্ট কমে ১ হাজার ১৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬.৭২ পয়েন্ট কমে ১ হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৫৬ কোটি ২৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিলো ৪১৩ কোটি ০১ লাখ ৭৩ হজার টাকার। সূচকের সঙ্গে আজ লেনদেনও কমেছে।

ডিএসইতে আজ ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টি প্রতিষ্ঠানের।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে