ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

ব্যাংকিং সুবিধার দাবি নিয়ে সংবাদ সম্মেলনে আসছে বেক্সিমকো

২০২৫ জানুয়ারি ২২ ২২:৫৯:০৮
ব্যাংকিং সুবিধার দাবি নিয়ে সংবাদ সম্মেলনে আসছে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদন: কাঁচামালের সংকটের কারণে ‘লে-অফ’ ঘোষণা করেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।আগামীকাল বৃহস্পতিবার (বেলা সাড়ে ১১টায়) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসছে বেক্সিমকো।

গত ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানিতে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েকটি কারখানা বন্ধ রয়েছে।

বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন, তাঁর গ্রেপ্তারের পর থেকে গ্রুপটির অধিকাংশ উদ্যোক্তা আড়ালে থেকে কোম্পানি পরিচালনা করছেন।

সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে জানতে চাইলে বেক্সিমকো লিমিটেডের মানবসম্পদ উন্নয়ন ও প্রশাসন বিভাগের কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, “কাঁচামালের সংকটের কারণে আমরা এলসি খুলতে পারছি না। কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে এলসি সুবিধা চালু করার দাবি জানাচ্ছি সরকারের কাছে।”

তিনি বলেন, “যদি ব্যাংকিং সুবিধা সচল হয়, তবে আমরা কারখানা পুনরায় খুলতে পারব।”

বেক্সিমকো লিমিটেড জানায়, জানুয়ারির ৩০ তারিখ পর্যন্ত লে-অফ ঘোষণা করা হয়েছে। এর আগেই তারা কারখানা খুলতে এলসি চালুর দাবি করছে।

উল্লেখ্য, বেক্সিমকো লিমিটেডসহ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিকসও শেয়ারবাজারে তালিকাভুক্ত এবং এই দুটি কোম্পানির উৎপাদন বর্তমানে সচল রয়েছে।

সালমান এফ রহমান এখন কারাগারে এবং বেক্সিমকো গ্রুপের পরিচালকদের বেশিরভাগই আত্মগোপনে রয়েছেন। অনেক কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ থাকায় এলসি খুলতে পারছে না, ফলে তারা নগদ অর্থের সংকটে পড়েছে।

এই অবস্থার মধ্যে, বেতন না পাওয়ার কারণে বেক্সিমকোর বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করলে সরকার তিন মাসের বেতনের ব্যবস্থা করে দেয়। এরপর কোম্পানিগুলোর কর্মসংস্থান নিয়ে সরকারের উপদেষ্টা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়।

কমিটি মুনাফায় থাকা কোম্পানিগুলোর কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত নেয়। ওই প্রেক্ষাপটে, গত ১ জানুয়ারি তালিকাভুক্ত তিন কোম্পানিতে ২৫ জন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি।

বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী। সালমান এফ রহমান ২০০৯ সাল থেকে শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি আওয়ামী লীগের অত্যন্ত আস্থাভাজন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।

বেক্সিমকো গ্রুপ ১৯৭২ সালে সালমান এবং তাঁর ভাই আহমেদ সোহেল এফ রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে বিভিন্ন খাত যেমন ওষুধ, বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংক, হোটেল, প্রকৌশল এবং মিডিয়া ইত্যাদিতে ব্যবসা পরিচালনা করছে। তবে, সরকারের পতনের পর গ্রুপটির ভবিষ্যত নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে