ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতি, ভিডিও ভাইরাল!

২০২৫ জানুয়ারি ২১ ২২:৪৯:২৪
ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতি, ভিডিও ভাইরাল!

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন। সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটান্ডায় তিনি শপথ নিতে যান। শপথ গ্রহণ অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন বলে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এছাড়াও, একই দাবিতে যমুনা টিভির আদলে তৈরি একটি ফটোকার্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। এই বিষয়ে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি মিথ্যা।

রিউমর স্ক্যানার জানায়, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতির দাবি সঠিক নয়। তারা বলেছে, আলোচিত ভিডিওটি দুটি ভিন্ন ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে একত্রিত করে তৈরি করা হয়েছে। যমুনা টিভির ফটোকার্ডটিও ভুয়া অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, আলোচিত ভিডিওটির প্রথম অংশে এনটিভির লোগো এবং দ্বিতীয় অংশে যমুনা টিভির লোগো যুক্ত রয়েছে।

এনটিভির ইউটিউব চ্যানেলে ২০ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে অনুষ্ঠানটির প্রস্তুতি জানাতে ব্যুরো প্রধান উপস্থিত ছিলেন, তবে শেখ হাসিনার উপস্থিতির তথ্য সেখানে উল্লেখ নেই।

এদিকে, যমুনা টিভির প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের মহাসচিবের আয়োজিত এক মধ্যাহ্নভোজে শেখ হাসিনার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হয়, যা বর্তমান সময়ের শপথ গ্রহণের সাথে সম্পর্কিত নয়।

অতএব, আলোচিত ভিডিওতে ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতির কোনো সত্যতা নেই। যমুনা টিভির ফটোকার্ড সম্পর্কিত তথ্য অনুসন্ধানের পর দেখা গেছে, যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট, এবং ইউটিউব চ্যানেলে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ নেই।

আলোচিত ফটোকার্ডের ফন্টের ডিজাইন এবং অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্যও লক্ষ্য করা যায়। প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধান করেও এই দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতির দাবি সম্পূর্ণ মিথ্যা এবং যমুনা টিভির ফটোকার্ডটি অবৈধ হিসেবে প্রমাণিত হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে