ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

মাশরাফির মৃত্যুর গুজব ফেসবুকে

২০২৫ জানুয়ারি ২০ ১৭:০৭:১৩
মাশরাফির মৃত্যুর গুজব ফেসবুকে

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা সম্পর্কে একটি ভুয়া খবর ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে, তিনি দুবাইয়ে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এই গুজবটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই বিশ্বাস করেন। তবে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে মাশরাফি বিন মোর্ত্তজার মৃত্যু সংক্রান্ত দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। মাশরাফির মৃত্যুর খবর কিংবা তার দুবাইয়ে অবস্থান সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, দেশীয় এবং আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমেও এই বিষয়ে কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি।

মাশরাফি বিগত কয়েক মাসে জনসমক্ষে প্রকাশ্যে আসেননি। ২০২৪ সালের আগস্টের পর তাকে কোনো জনসমক্ষে দেখা যায়নি, তবে সিলেট স্ট্রাইকারসের কোচ মাহমুদ ইমন গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, মাশরাফি শারীরিক ফিটনেস সমস্যার কারণে বিপিএলে অংশগ্রহণ করতে পারেননি। তবে তার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।

মাশরাফি বিন মোর্ত্তজা মারা যাওয়ার খবরটি একেবারে মিথ্যা। এটি একটি গুজব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে