ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

মামলা নিতে গড়িমসি করায় গুলশান থানার ওসি বরখাস্ত

২০২৫ জানুয়ারি ১৯ ২২:৩৫:৪২
মামলা নিতে গড়িমসি করায় গুলশান থানার ওসি বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ রোববার (১৯ জানুয়ারি) নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি ডাকাতির ঘটনা অনুসন্ধানে গড়িমসি করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

গুলশান থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে কদমতলী থানার ওসি মাহমুদুর রহমানকে।

ডাকাতির ঘটনা সম্পর্কে নাম প্রকাশ না করে গুলশান বিভাগের একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত ১১ জানুয়ারি গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর সড়কে একজন ধনাঢ্য ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতি হয়েছে।

ব্যাবসায়ীর বরাতে ওই কর্মকর্তা বলেন, ডাকাতরা নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গহনাসহ অনেক জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর ওই ব্যবসায়ী থানায় গিয়ে কয়েকদিন ঘুরেও মামলা করতে পারেননি। পরে তিনি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে গুলশান থানার ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়।

মিজান

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে