ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

আন্তর্দেশীয় ট্রেন চলাচলে পাঁচ এজেন্ডা নিয়ে বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ

২০২৫ জানুয়ারি ১৯ ২২:৪৪:৪৩
আন্তর্দেশীয় ট্রেন চলাচলে পাঁচ এজেন্ডা নিয়ে বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তর্দেশীয় ট্রেন চলাচল জুলাই মাস থেকে বন্ধ রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক চেষ্টার পরও ভারত সরকার ট্রেন চালাতে রাজি হয়নি এবং বাংলাদেশ রেলওয়ের অসংখ্য চিঠিরও জবাব দেয়নি ভারতীয় রেলওয়ে বোর্ড। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধিরা তিন দিনের সফরে ভারতে রওনা হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) থেকে বুধবার পর্যন্ত এই সফরে পাঁচটি এজেন্ডা নিয়ে আলোচনা করা হবে, যেখানে প্রধান বিষয়ই হবে আন্তর্দেশীয় ট্রেন চলাচল পুনরুদ্ধার। এছাড়াও, বিএলএফআই প্রকল্পের ভবিষ্যত নিয়েও আলোচনা হবে, যা ভারতের অর্থায়নে চলছে।

রেলপথ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ভারতের নয়াদিল্লিতে আন্ত-সারকারি রেলওয়ে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বৈঠকের এজেন্ডাগুলো ভারত দ্বারা নির্ধারিত হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পর্কিত সমস্যা, মালবাহী ট্রেন চলাচল, রেল সংযোগ এবং চলমান প্রকল্প সম্পর্কে আলোচনা হবে।

এছাড়া, বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালু করার পাশাপাশি বন্ধন এক্সপ্রেসের জন্য 'এন্ড টু এন্ড ইমিগ্রেশন' নিয়ে আলোচনা হবে। দুই দেশের মধ্যে মালবাহী ট্রেনের আদান-প্রদান বাড়ানো, দর্শনা-গেদে হয়ে মালবাহী ট্রেনের সময় বাড়ানো এবং বেনাপোল-পেট্রাপোল রুটে সার্বক্ষণিক ট্রেন চলাচলের সুযোগ তৈরি করা নিয়েও আলোচনা হবে।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক। সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভারতের সঙ্গে বাংলাদেশে আটটি ইন্টারচেঞ্জ রয়েছে, এর মধ্যে পাঁচটি সচল। বর্তমানে যাত্রীবাহী ট্রেন চলাচলে ভারত নিরাপত্তার কারণে সম্মতি দিচ্ছে না, তবে পণ্যবাহী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেছেন, "এটি সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। আলোচনা সফল হবে কিনা তা বলা কঠিন, তবে আমরা আমাদের স্বার্থের কথা তুলে ধরব।"

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে