ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেয়ারদর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা, নেই মূল্য সংবেদনশীল তথ্য

২০২৫ জানুয়ারি ২০ ১০:৫০:৫৬
শেয়ারদর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা, নেই মূল্য সংবেদনশীল তথ্য

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ০৬ জানুয়ারি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ৭ টাকা ২০ পয়সায়। আর গত ৬ জানুয়ারি বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১১ টাকা ৬০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে