ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

কপালে টিপ ও ঘোমটা দিয়ে ছাত্রী হলের রুমে কি করছিলেন সেই যুবক

২০২৫ জানুয়ারি ১৯ ১৭:২৪:৩০
কপালে টিপ ও ঘোমটা দিয়ে ছাত্রী হলের রুমে কি করছিলেন সেই যুবক

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয়ে বহিরাগত যুবক আশরাফুল ইসলাম পারভেজকে আটক করার ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘটে, যেখানে তিনি মেয়েদের আবাসিক হলের একটি কক্ষে প্রবেশ করেছিলেন। ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত একটার দিকে, যখন পারভেজ কপালে টিপ এবং গায়ে চাদর মুড়িয়ে হলের তৃতীয় তলায় প্রবেশ করেন।

পারভেজের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদে হলেও, তিনি বর্তমানে গাজীপুরে থাকেন। তিনি বিশ্ববিদ্যালয়ে চলমান হিম উৎসবে অংশগ্রহণ করতে এসেছিলেন বলে জানিয়েছেন। ঐ নারীর সহায়তায়, যিনি বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী, তাকে হলে প্রবেশ করানো হয়।

প্রত্যক্ষদর্শী ছাত্রীদের মতে, পারভেজ চাদর খুলে ফেললে, আশেপাশের কক্ষে থাকা অন্যান্য ছাত্রীরা তাকে শনাক্ত করেন এবং তাকে আটক করে হল প্রভোস্টের কক্ষে নিয়ে আসেন। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশকে খবর দেয়া হয় এবং অবশেষে তাকে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটকের পর, পারভেজ দাবি করেন যে, তিনি এবং ওই নারী শিক্ষার্থী দীর্ঘ সাত বছরের বন্ধুত্বের কারণে তাকে হিম উৎসবে বেড়াতে আসার জন্য হলে নিয়ে গেছেন। অপরদিকে, নারী শিক্ষার্থী তার বক্তব্যে জানান, "আমরা উভয়ই ভালো বন্ধু এবং তাকে রাতে থাকার জন্য ওই কক্ষে নিয়েছিলাম," তবে তিনি পারভেজকে শুধু ফেসবুক বন্ধু হিসেবে চিহ্নিত করেছেন।

এ ঘটনার পর, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের নিরাপত্তা এবং শৃঙ্খলা ভঙ্গের জন্য বিক্ষোভ মিছিল করেছেন। তারা দাবি করেছেন যে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত এবং আইন অনুযায়ী অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম এই ঘটনায় বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং অভিযুক্ত ছাত্রীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে