ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেখ হাসিনার ভারতীয় নাগরিকত্ব নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

২০২৫ জানুয়ারি ১৬ ১৮:১৯:১৩
শেখ হাসিনার ভারতীয় নাগরিকত্ব নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক : ভারতের নাগরিকত্ব নিয়ে সম্প্রতি শোনা গুঞ্জন সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ রফিকুল আলম বলেছেন যে, তাদের কাছে শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন এমন কোনো তথ্য নেই। তিনি ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই।"

এছাড়া, তিনি আরও বলেন, শেখ হাসিনার নাগরিকত্ব সম্পর্কিত বিষয়টি ভারত সরকারের বিবেচনার বিষয়, এবং ভারত সরকারের কোনো স্ট্যাটাস সম্পর্কে তাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই। এই বিবৃতি দেওয়ার সময় মুখপাত্র এটাও বলেন যে, ভারতের সঙ্গে বাংলাদেশের যে কোনো চুক্তি যদি পর্যালোচনা করতে হয়, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী করা হতে পারে।

এছাড়া, এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে, তা সবই প্রকাশিত হয়েছে এবং এসব চুক্তি ভারত সরকারের ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে, ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো গোপন চুক্তি রয়েছে কিনা, সে বিষয়ে মুখপাত্র জানেন না বলে জানিয়েছেন।

এই বক্তব্যের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনার নাগরিকত্ব নিয়ে বিভিন্ন গুজবের ব্যাপারে পরিষ্কার অবস্থান নেন এবং এমন কোন তথ্য নেই বলেও নিশ্চিত করেন।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে