ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘নগদ’ এর কার্যক্রম নিয়ে হাইকোর্টের নতুন আদেশ

২০২৫ জানুয়ারি ১৬ ১৬:২৭:৫০
‘নগদ’ এর কার্যক্রম নিয়ে হাইকোর্টের নতুন আদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক নিয়োগকৃত প্রশাসকের কার্যক্রমের ওপর হাইকোর্ট আবারও স্থগিতাদেশ প্রদান করেছে। বুধবার (১৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। আদালত জানিয়েছে, ৩০ জানুয়ারির মধ্যে চূড়ান্ত রায় দেয়া হবে, তবে তার আগ পর্যন্ত ‘নগদ’ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রশাসকের কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে হাইকোর্ট প্রশাসকের কার্যক্রম স্থগিত করার আদেশ দেয়, যা ২ জানুয়ারি পর্যন্ত কার্যকর ছিল। তবে প্রশাসক এবং তার সহকারীরা আদালতের আদেশ অমান্য করে ‘নগদ’-এ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

হাইকোর্টের পরবর্তী আদেশ অনুযায়ী, ‘নগদ’-এর শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির জানান, আদালত প্রশাসকের কার্যক্রম স্থগিত রেখেছেন, যা চূড়ান্ত রায় না আসা পর্যন্ত বলবৎ থাকবে। তিনি আরও বলেন, আদালত এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অবৈধ কার্যক্রমের বিষয়েও পর্যবেক্ষণ করেছেন, যা চূড়ান্ত রায়ের পর বাতিল হবে।

এদিকে, গত ২১ আগস্ট ‘নগদ’-এ বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দেয়, যেটি আইনগতভাবে চ্যালেঞ্জ করা হয়েছে। ‘নগদ’ এর নির্বাহী পরিচালক সাফায়েত আলম হাইকোর্টে রিট আবেদন করেন এবং ১৭ সেপ্টেম্বর এই বিষয়ে রুল জারি হয়।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে