ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

মুন্নু ফ্যাব্রিক্সের বিশাল শেয়ার সেল, গন্তব্য কোথায়?

২০২৫ জানুয়ারি ১৪ ২৩:৪৩:০৫
মুন্নু ফ্যাব্রিক্সের বিশাল শেয়ার সেল, গন্তব্য কোথায়?

নিজস্ব প্রতিবেদক: মুন্নু গ্রুপের অন্যতম প্রধান কোম্পানি মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ ব্যবসা সম্প্রসারণ এবং ব্যাংকের দায় মেটানোর জন্য সহযোগী প্রতিষ্ঠান মুন্নু ফ্যাব্রিক্সের সব শেয়ার বিক্রি করে দিয়েছে। মুন্নু সিরামিকসের কাছে মুন্নু ফেব্রিক্সের শেয়ার ছিল ১ কোটি ১২ লাখ ৫৪ হাজার বা ৯.৭৯ শতাংশ।

কোম্পানিটি আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানিয়েছে, কোম্পানিটির কর্পোরেট পরিচালক মুন্নু সিরামিকস পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে তার সব শেয়ার ১ কোটি ১২ লাখ ৫৪ হাজার বিক্রি করবে।

এদিন লেনদেন শেষে ডিএসইর তথ্য থেকে জানা গেছে, মুন্নু সিরামিকস ৩৩টি লেনদেনের মাধ্যমে প্রতিটি শেয়ার ১৬ টাকা ৩০ পয়সায় আজই (মঙ্গলবার) সব শেয়ার বিক্রি সম্পন্ন করেছে, যার মোট ট্রেডিং মূল্য ছিল ১৮ কোটি ৩৮ লাখ টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগেরদিন মুন্নু ফেবিক্সের শেয়ার ১৭ টচাকা ৭০ পয়সায় দিনের সর্বোচ্চ দামে বিক্রেতাশুন্য ছিল। আজ মঙ্গলবার শেয়ারটি দাম প্রায় ৬ শতাংশ বেশি দামে লেনদেন শুরু হয়। তবে দিনভর সেল প্রেসার থাকায় শেষভাগে আগের দিনের চেয়ে নিচে নেমে যায়। তবে দিনশেষে কোম্পানিটির শেয়ার আগের দিনের দামে ক্লোজিং হয়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মুন্নু সিরামিকস ব্লক মার্কেটে যে শেয়ারগুলো বিক্রি করেছে, সেই শেয়ার একদিন পরই পাবলিক মার্কেটে লেনদেনযোগ্য হবে। কারণ উদ্যোক্তা পরিচালকরা যখন শেয়ার বিক্রি করেন, তখন তাদের ডিক্লারেশন দিতে হয়।

কিন্তু উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ব্লক মার্কেটে কিনেন, তাদের সেসব শেয়ার বিক্রি করতে আর ডিক্লারেশন লাগে না। তারা যেকোন দিন তাদের শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করতে পারেন।

তার অর্থ হলো, আগামী বৃহস্পতিবারই মুন্নু ফেব্রিক্সের ১ কোটি ১২ লাখ ৫৪ হাজার শেয়ার পাবলিক মার্কেটে বিক্রিযোগ্য হবে। এতে কোম্পানিটির লেনদেনযোগ্য ৬ কোটি ৮২ লাখ ১৮ হাজার শেয়ারের সঙ্গে ১ কোটি ১২ লাখ ৫৪ হাজার শেয়ার যুক্ত হবে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে