ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

অবশেষে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

২০২৫ জানুয়ারি ১৪ ২২:৪৪:৩৬
অবশেষে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক অবশেষে পদত্যাগ করেছেন, যা গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশ করেছে।

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট উপহার পাওয়ার ঘটনায় ব্যাপক চাপের মুখে ছিলেন।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠার পর, তিনি ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগের কাছে নিজেদের অনুকূলে তদন্তের আহ্বান জানান। পরবর্তীতে এ বিষয়ে তদন্ত শুরু করেন ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস।

তিনি লন্ডনে হাসিনা ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে উপহার হিসেবে ফ্ল্যাট ছাড়াও, ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে দুটি টিকিট নিয়েছিলেন। তার বিরুদ্ধে আরও গবেষণার ভিত্তিতে অভিযোগ উঠেছে।

এসব ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের বরখাস্তের দাবি তুলেছিল।

তারা জানায়, টিউলিপের ওপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তার নাম দুর্নীতির সঙ্গে জড়িত হওয়ায়, তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে