ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি

২০২৫ জানুয়ারি ১৩ ২২:৩৪:০৮
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে পুনর্নিয়োগ পেয়েছেন মাসরুর আরেফিন।

সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদের অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক তাঁর তিন বছরের পুনর্নিয়োগে সম্মতি প্রদান করেছে।

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের বরাত দিয়ে সোমবার (১৩ জানুয়ারি) ব্যাংকটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাসরুর আরেফিন ২০১৯ সালের জানুয়ারিতে সিটি ব্যাংকের এমডি ও সিইও হিসেবে প্রথমবারের জন্য দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে গত ছয় বছরে ব্যাংকটি উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে।

মাসরুর আরেফিন ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ৩০ বছরের ক্যারিয়ারে এএনজেড ব্যাংক মেলবোর্ন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাতার, সিটি ব্যাংক এনএ, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

তিনি বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী; আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক; ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স; মেলবোর্নের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ফ্রান্সের ইনসিয়াড বিজনেস স্কুল থেকে উচ্চতর আর্থিক ব্যবস্থাপনায় কোর্স সম্পন্ন করেছেন।

মাসরুর আরেফিন একজন ব্যাংকার হিসেবে পরিচিত ছাড়াও একজন স্বনামধন্য ঔপন্যাসিক, কবি ও অনুবাদক হিসেবেও সুপরিচিত।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে