ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

পতনের বৃত্তে কী আটকে গেল  'শেয়ারবাজার সংস্কার'?

২০২৫ জানুয়ারি ১৩ ১৫:১২:০৮
পতনের বৃত্তে কী আটকে গেল  'শেয়ারবাজার সংস্কার'?

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে শেয়ারবাজারের সংস্কার নিয়ে সরকারের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে শেয়ারবাজারের দীর্ঘমেয়াদী উন্নতির জন্য বিভিন্ন সংস্কারের উদ্যোগের কথা বলা হয়। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, "শেয়ারবাজারে কিছু সংস্কার কাজ চলমান রয়েছে এবং সব সংস্কারেরই কিছু যন্ত্রণা থাকে। তাই সাময়িক যন্ত্রণার মুখোমুখি হতে হবে, তবে আমাদের লক্ষ্য হচ্ছে শেয়ারবাজারকে শক্তিশালী করা।"

তবে অন্যদিকে, শেয়ারবাজারে ধারাবাহিক পতনের ফলে বিনিয়োগকারীরা বিপুল ক্ষতির মুখে পড়ছেন, আর তাদের এই দুঃসময়ের প্রতি সরকারের মনোযোগ কতটা থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন। সাধারণ বিনিয়োগকারীরা জানতে চান, এই সংস্কারের ফলে প্রতিদিন কি শুধু পতনই হবে, নাকি একসময় শেয়ারবাজার পুনরায় স্থিতিশীল হবে?

বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, এই পতন কখন শেষ হবে, এবং সংস্কারের ফলস্বরূপ কি তারা তাদের বিনিয়োগের ক্ষতি ফিরিয়ে পাবেন। একদিকে সংস্কারের আশ্বাস, অন্যদিকে প্রতিদিনের ক্ষতির চিত্র—এই দ্বন্দ্বে তারা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

আজ সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৩৫ পয়েন্ট কমে ৫,১৫১.৮৭৬৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর ফলে বাজারে আরও একদিনের পতন অব্যাহত রয়েছে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৬১ পয়েন্ট কমে ১,১৫৬.৯৩৭৮৮ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১,৯০৬.১০০৪০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ১২৩,১০৮টি লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের মধ্যে ৩৯৭ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৩৭১ কোটি টাকার তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।

আজকের লেনদেনে অংশ নেওয়া ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির শেয়ার বা ইউনিটের দর বেড়েছে, বিপরীতে ২৪৭টির দর কমেছে। এছাড়া, ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

বর্তমান বাজার পরিস্থিতি বিনিয়োগকারীদের জন্য কিছুটা উদ্বেগজনক হয়ে উঠেছে, কারণ ধারাবাহিক পতন এবং সূচকের নেমে যাওয়ার ফলে তাদের উদ্বেগ আরও বৃদ্ধি পাচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে