ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
Sharenews24

সিলেটে কী হয়েছিলো আজহারীর মাহফিলে?

২০২৫ জানুয়ারি ১২ ১৮:৫৩:৩৬
সিলেটে কী হয়েছিলো আজহারীর মাহফিলে?

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে অনুষ্ঠিত ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। তিন দিনব্যাপী এ মাহফিলে লক্ষাধিক শ্রোতার উপস্থিতি ছিল। তবে শেষ দিনের মাহফিলটি কিছুটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে।

মাহফিলের শুরুতে শোনা যায় বক্তার প্রশংসাসূচক কথা, যেখানে তিনি হজরত শাহজালাল (রহ.) এবং শাহপরান (রহ.)-এর প্রতি শ্রদ্ধা জানান। তবে কিছুক্ষণ পরই মাহফিলের মঞ্চে হট্টগোল এবং দর্শকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়, যা বক্তাকে বিরক্ত করে তোলে।

মাহফিলের এক ঘণ্টা ১৪ মিনিট পার হওয়ার পর মঞ্চের সামনের সারি থেকে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এই সময় মাওলানা আজহারী বারবার থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি শান্ত হয়নি। এরপর তিনি বলেন, “এভাবে কি কুরআনের মাহফিল হয়? আবু জেহেলের উত্তরসূরীরা এমন আচরণ করতো, তোমরা তো শাহজালাল, শাহপরানের উত্তরসূরী, তোমরা কেন এমন করছো?”

আজহারী আরও বলেন, “এটা কি পরিকল্পিতভাবে হচ্ছে? লাখ লাখ লোক এখানে রয়েছে, কোথাও সমস্যা হচ্ছে না, শুধু একপাশে কিছু মানুষ ধাক্কাধাক্কি করছে।”

শেষের দিকে আবারো হট্টগোল শুরু হলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, “সিলেট আজকে কী করেছো, সেটা মানে থাকবে।” এরপর তিনি মোনাজাত পরিচালনা করেন এবং মাহফিল শেষ করেন।

এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু লোক এটি দুঃখজনক বলে মন্তব্য করেছেন, এবং মাহফিলে সিলেটবাসীকে উদ্দেশ্য করে আজহারীর 'তুমি' সম্বোধন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ কেউ আজহারীর বক্তব্যকেও ‘অসংযত’ হিসেবে আখ্যা দিয়েছেন।

মাহফিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাটিকে সিলেটের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন, তবে আজহারী তার ফেসবুক পেইজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে