ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
Sharenews24

দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার প্রস্তাব

২০২৪ ডিসেম্বর ২৯ ০৬:৫৯:১৬
দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীদের স্বতন্ত্র প্রার্থী হতে এক শতাংশ ভোটারের সমর্থনের বিধান বাদ দেওয়ার প্রস্তাব করেছেন। এ ছাড়া, দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ করার প্রস্তাবও উত্থাপন করেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় আইনজীবী এম সরোয়ার হোসেনের নেতৃত্বে বিভিন্ন পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন, যার মধ্যে নুরুল হুদা চৌধুরী, এ এস এম খালেকুজ্জামান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) মো. আতিকুর রহমান এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।

মতবিনিময়ের মাধ্যমে তারা বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করেন।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে