ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

ছাত্রদল সাধারণ সম্পাদককে কবিতায় জবাব দিলেন শিবির সেক্রেটারি

২০২৫ জানুয়ারি ০১ ২১:৫৪:০৪
ছাত্রদল সাধারণ সম্পাদককে কবিতায় জবাব দিলেন শিবির সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ মেয়াদে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। সারা দেশের শিবির সদস্যরা অনলাইনে ভোট প্রদান করে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়। ঘোষণা দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ।

এদিকে, ইসলামী ছাত্রশিবিরের কাউন্সিলকে ‘পাতানো এবং নাটকীয়’ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি অভিযোগ করেন, নেতৃত্বের বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল।

আজ বুধবার (০১ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাছির এ কথা বলেন।

তিনি জানান, "শিবিরের কাউন্সিল পাতানো ছিল। এতে নেতৃত্ব কীভাবে আসবে, তা আগে থেকেই নির্ধারিত ছিল।"

ছাত্রশিবির প্রকাশ্যে রাজনীতি করতে আগ্রহী নয় দাবি করে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, "তারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে।"

নাছিরের মন্তব্যের পরপরই ছাত্রশিবিরের নবনির্বাচিত সেক্রেটারি নুরুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা "এক আল্লাহ জিন্দাবাদ"-এর প্রথম ৮ লাইন শেয়ার করেছেন।

যেখানে কবি লিখেছেন, ‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।

উহারা চাহুক দাসের জীবন, আমরা শহিদি দরজা চাই;/ নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই!/ ওরা মরিবেনা, যুদ্ধ বাধিলে ওরা লুকাইবে কচুবনে,/ দন্তনখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে।

এমন ধারণা করা হচ্ছে যে, ছাত্রদলের সাধারণ সম্পাদকের মন্তব্যের এই কবিতার মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন শিবিরের সেক্রেটারি।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে