ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিমা কোম্পানির সিইও হতে উপদেষ্টা নাহিদের স্বাক্ষর জাল

২০২৫ জানুয়ারি ০১ ১৮:৩০:২০
বিমা কোম্পানির সিইও হতে উপদেষ্টা নাহিদের স্বাক্ষর জাল

নিজস্ব প্রতিবেদক: যমুনা লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুন:নিয়োগের জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্মকর্তার কাছে আবেদন করেছেন কামরুল হাসান খন্দকার।

আবেদনের সঙ্গে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের একটি সুপারিশপত্র সংযুক্ত করেছেন। তবে উপদেষ্টার দপ্তর জানায়, এই সুপারিশপত্রের স্বাক্ষর জাল।

এই আবেদনের প্রেক্ষিতে কামরুল হাসানের বিরুদ্ধে অতীতে বিমার টাকা আত্মসাত এবং শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগও আলোচনা হয়েছে। আইডিআরএর পরিচালক (উপসচিব) সালেহীন তানভীর গাজী জানান, কামরুল হাসান উপদেষ্টার স্বাক্ষরিত সুপারিশপত্রসহ আবেদনের তথ্যপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে আজ ১ জানুয়ারি আইডিআরএর চেয়ারম্যান এবং চার সদস্যের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

বর্তমানে কামরুল হাসান যমুনা লাইফ ইনস্যুরেন্সের সিইও পদে আছেন। তবে দায়িত্বে থাকাকালীন তার পুনর্নিয়োগের জন্য আইডিআরএর অনুমোদন প্রয়োজন। তার প্রথম দফার আবেদন বাতিল করা হয়েছে এবং দ্বিতীয় দফায় ২৪ ডিসেম্বর উপদেষ্টার সুপারিশপত্রসহ ফের আবেদন করেছেন।

উপদেষ্টার সুপারিশের সত্যতা নিয়ে জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অফিসার মুহম্মদ জসীম উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, "এ সুপারিশপত্র জাল। উপদেষ্টা মহোদয় সব ডিওতে বাংলায় স্বাক্ষর করেন, কিন্তু এখানে ইংরেজিতে স্বাক্ষর করা হয়েছে, যা সম্পূর্ণ জাল। এ সম্পর্কে সকলকে সজাগ থাকার অনুরোধ করা হচ্ছে।"ৎ

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে