ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ০১ ১৮:১৫:০৭
নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে আর কোন দল অংশগ্রহণ করবে না এটা তো আমরা বলে দেবো না। যে দল অংশগ্রহণ করতে চায় সে দল করবে। কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকেই সিদ্ধান্ত নিতে হবে। দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি’

বুধবার (০১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন1।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা নেই বলে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্যে দিয়েছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রিজওয়ান হাসান বলেন, ‘এ সমস্ত কথা আসলে নির্বাচন কমিশন থেকেই আসতে হবে।’

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে যদি আপনারা কোনো অবস্থান দেখতেন সরকার এই দল নিষিদ্ধ করছে, তখন আপনারা এই প্রশ্নটা সরকারকে করতে পারতেন। তাছাড়া কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশন দেবে।’

তাহলে কি আওয়ামী লীগের নির্বাচনে আসা, না আসা সরকারের ওপর নির্ভর করছে না, এ প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এখনো পর্যন্ত সরকার এ বিষয়ে কোনো মতামত জানায়নি, কোনো অবস্থান নেয়নি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব, এ রকম তো কোনো অবস্থান নেয়নি।’

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে