ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

নতুন বছরে অন্তর্বর্তী সরকারের ৩ লক্ষ্যের কথা জানালেন উপদেষ্টা রিজওয়ানা

২০২৫ জানুয়ারি ০১ ১৯:১৬:৫৪
নতুন বছরে অন্তর্বর্তী সরকারের ৩ লক্ষ্যের কথা জানালেন উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটি লক্ষ্যের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর উল্লেখ করা লক্ষ্যমাত্রা হলো: জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, রাজনৈতিক মতৈক্য গড়ে প্রস্তাবিত সংস্কার সম্পাদন করা এবং রোডম্যাপ অনুযায়ী নির্বাচন পরিচালনা করা। এছাড়াও, সাধারণ কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপণ্যের দাম সচল রাখা সরকারের আরেকটি লক্ষ্য।

বুধবার (০১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

সচিবালয়ে চলমান অগ্নিকাণ্ডের প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, কেবিনেটে বিশেষজ্ঞরা দেখিয়েছেন কীভাবে আগুন লাগে। ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের বিষয়ে যাবতীয় আলামত বিদেশে পাঠানো হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে তিনি জানান, সরকার এতে সন্তুষ্ট, কারণ এখানে আমাদেরও অফিস রয়েছে। তিনি বলেন, যেভাবে তদন্ত হয়েছে, তাতে ভরসা করার জন্য যথেষ্ট কারণ রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির প্রসঙ্গে তিনি বলেন,যেকোনো অভ্যুত্থানের পর এ ধরনের ঘোষণাপত্র স্বাভাবিক। সরকার চায়, এটি তাঁদের মাধ্যমে করা হোক। আমরা সবার সাথে আলোচনা শুরু করেছি এবং ছাত্ররাও চাইছে সবার ঐক্যমতের প্রক্রিয়া। আগামী ১৪ দিনের মধ্যে ঘোষণাপত্র পাওয়া অসম্ভব নয়।

সংস্কারের বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিএনপি সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে লিখিত মতামত দিয়েছে। তবে এর ব্যাপকতা নিয়ে আলোচনা চলছে। কেউ মৌলিক সংস্কার আগে চাইছে, আবার কেউ নির্বাচন আগে। তবে সরকারের কাছে সব বিষয়ই গুরুত্বপূর্ণ।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে