ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

থার্টি ফার্স্ট নাইটে ৯৯৯ নম্বরে ১১৮৫ অভিযোগ

২০২৫ জানুয়ারি ০১ ১৬:১৭:১৬
থার্টি ফার্স্ট নাইটে ৯৯৯ নম্বরে ১১৮৫ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : থার্টি ফার্স্ট নাইটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ শব্দদূষণ সংক্রান্ত ১ হাজার ১৮৫টি অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮টি অভিযোগ এসেছে।

বুধবার (০১ জানুয়ারি) দুপুরে ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে ৯৯৯ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়ে প্রতিকারের চেষ্টা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত রাতে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইডের পাশে স্বপ্ন শপিং মলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়। ৯৯৯ থেকে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি অগ্নিনির্বাপক দল রওনা দেয়। তারা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।’

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে