ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

২০২৫ জানুয়ারি ০২ ১০:১৫:১৫
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি গণমাধ্যমকে বলেছেন, ‘শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত আমাদের টি–টোয়েন্টি খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে।’

লিটন দাসের অধীনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। এরপরই লিটন জানিয়েছেন, বড় সময়ের জন্য অধিনায়কত্ব করতে প্রস্তুত তিনি।

অধিনায়কত্বের জন্য মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদও ভাবনায় ছিলেন। তবে তাসকিনের চোট প্রবণতা বাধা হয়ে দাঁড়িয়েছে এখানে। এদিকে মিরাজ মূলত টি-টোয়েন্টি দলে থিতু নন বলে তাকে অধিনায়ক করার ভাবনা জোরালো হচ্ছে না। আর তাই কোনো অঘটন না ঘটলে আগামী জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের টস করতে নামবেন লিটনই।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে