ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘সংস্কার নাকি নির্বাচন’ বিষয়ে যা বললেন তারেক রহমান

২০২৫ জানুয়ারি ০১ ২০:২২:৪৩
‘সংস্কার নাকি নির্বাচন’ বিষয়ে যা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ‘সংস্কার নাকি নির্বাচন’- এ বিষয়ে বিএনপি এবং দেশপ্রেমিক শক্তি প্রতিটি মানুষ ও রাজনৈতিক দলের জন্য অসৎ উদ্দেশ্যপ্রণীত কূটতর্ক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (০১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। গুমের শিকার ও শহীদ হওয়া সহকর্মীদের শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, “দেশ ও জনগণের ওপর চেপে বসা মাফিয়া স্বৈরাচারের অপমানজনক পলায়নের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো ঐতিহাসিক ২০২৪। নিরপরাধ ও উন্নত বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনা নিয়ে নতুন বছরের শুরু হলো আজ।”

তারেক রহমান বলেন, “নানা চড়াই-উৎরাই পেরিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আজ ছাত্রসমাজের কাছে একটি জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। সংগঠনটি সাধারণ শিক্ষার্থী ও জনমনে ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সক্ষম হয়েছে।”

তিনি মন্তব্য করেন, “হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগ ও সাহসী ভূমিকার কারণে মাফিয়া সরকারের পতন ঘটেছে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে গণঅভ্যুত্থানের আকাঙ্খা বিনষ্ট না হয়।” ছাত্রদলের সব নেতা-কর্মীকে সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

তারেক রহমান বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ছাত্র-তরুণদের ভূমিকা অপরিসীম। বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে একটি কার্যকর ও প্রভাবশালী রাষ্ট্রে রূপান্তর করতে হলে জ্ঞানভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠনের কোন বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “সংস্কার ও নির্বাচন উভয়ই রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এবং গণতন্ত্রকে টেকসই করতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে