ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

২০২৫ জানুয়ারি ০২ ১৫:৪১:২০
জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক : জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি। দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবার এগিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার সকালে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর এ আয়োজন করে।

এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সমাজসেবা প্রত্যেক মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব, যেন দূরে সরে না যায়। আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছা জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি।’ এ সময় দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধি।

তারিক/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে