ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারের ৫ কোম্পানিতে কমেছে বিদেশিদের শেয়ার

২০২৪ ডিসেম্বর ২৫ ১৩:০৯:২৫
শেয়ারবাজারের ৫ কোম্পানিতে কমেছে বিদেশিদের শেয়ার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে দীর্ঘদিন ধরেই মন্দাবস্থার মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে। এতে প্রতি নিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। শেয়ারবাজারে নিজেদের টিকিয়ে রাখতে মন্দাবাজারেও কেউ কেউ বিনিয়োগ করছেন। আবার কেউ কেই এই বাজার থেকে হাতে থাকা শেয়ার বিক্রি করে বেরিয়ে যাচ্ছেন।

বিদেশি বিনিয়োগকারীরাও বসে নেই। তারাও শেয়ার বিক্রি করে বাজার থেকে চলে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় নভেম্বর মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বিদেশি বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করেছেন।

কোম্পানিগুলো হলো-বেক্সিমকো ফার্ম, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক, আইডিএলসি, পদ্মা ওয়েল এবং সামিট এলায়েন্স পোর্ট (সাপোর্ট)।

বেক্সিমকো ফার্মা : ৩১ অক্টোবর,২০২৪ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৭.৩০ শতাংশ। যা ৩০ নভেম্বর ২০২৪ কমে দাঁড়িয়েছে ২৭ শতাংশে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : ৩১ অক্টোবর, ২০২৪ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ০.৯৬ শতাংশ। যা ৩০ নভেম্বর ২০২৪ কমে দাঁড়িয়েছে ০.৮৬ শতাংশে।

আইডিএলসি : ৩১ অক্টোবর, ২০২৪ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১.১৬ শতাংশ। যা ৩০ নভেম্বর ২০২৪ কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশে।

পদ্মা অয়েল : ৩১ অক্টোবর, ২০২৪ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ০.৭১ শতাংশ। যা ৩০ নভেম্বর ২০২৪ কমে দাঁড়িয়েছে ০.৪৯ শতাংশে।

সামিট এলায়েন্স পোর্ট : ৩১ অক্টোবর, ২০২৪ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪.১৫ শতাংশ। যা ৩০ নভেম্বর ২০২৪ কমে দাঁড়িয়েছে ৩.৯৯ শতাংশে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে